ফেনী প্রতিনিধিঃ
ফেনী লালপোলে ওভারপাস নির্মানের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে নকশা প্রনয়নের কাজ চলতেছে। সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি অটোরিক্সা সহ ছোট গাড়ী চলাচলের জন্য রাস্তার দুই পাশে আলাদা লেন করা হবে। গত রবিবার জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মো: ওয়াহিদুজজামান এ কথা বলেন।
জেলা প্রশাসক আরো জানান, শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরসভার। এ ব্যাপারে তাদের আরো দায়িত্বশীল হতে হবে। নাগরিকদেরও সচেতনতা প্রয়োজন। সার্কিট হাউজ সড়কের সস্কার কাজ দীর্ঘদিনে শেষ না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। মহিপালে সড়ক ও জনপদের অফিস সংলগ্ন স্থানে অবৈধ পার্কিং রোধে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঝে মাঝে পরিদর্শনের নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার প্রমুখ।
সভায় আগামী ৪ থেকে ৬ আক্টোবর শহরের পিটিআই মাঠে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।