৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর , আটক ২

ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে এক কুয়েত প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলা ভাঙচুরের ঘটনায় দু’জনকে আটক করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। আটককৃতরা হচ্ছে, চরচান্দিয়া গ্রামের আবু সুফিয়ানের ছেলে আবু সাঈদ স্বপন ও আবুল কাশেমের ছেলে আজগর হোসেন। ক্ষতিগ্রস্ত কুয়েত প্রবাসী ও চরচান্দিয়া গ্রামের আমির বক্স সারেং বাড়ির বাসিন্দা মাও. মো. ইসমাঈল হোসেন রোববার বেলা ১১টায় সোনাগাজী বাজারের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার বাড়ির আরেক প্রবাসী শেখ আহম্মদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে শেখ আহম্মদের ভাড়াটে সন্ত্রাসি সুজন, সবুজ, আজগর হোসেন, আবু সাঈদ স্বপন, মনচুর হোসেনের নেতৃত্বে ৩০/৩৫ জন সশস্ত্র সন্ত্রাসি অতর্কিত হামলা চালিয়ে তার বশত ঘর ও সীমানা প্রচীর ভাঙচুর করে এবং একটি নারিকেল গাছ কেটে ফেলে। এতে তার সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় বাধা দিলে সন্ত্রাসিরা প্রবাসী মাও. মো. ইসমাঈল হোসেন ও তার বৃদ্ধা মাতাকে পিটিয়ে আহত করে মন্ত্রাসিরা।


পরে সে সোনাগাজী মডেল থানায় সকাল ৭টার দিকে লিখিত অভিযোগ দায়ের করলে সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রবাসী মাও মো. ইসমাঈল হোসেন সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন সে ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতায় রয়েছে।

(Visited ২৮ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’