সাদমান ইসলামের প্রথম-শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ১৫৭ রানের ইনিংসের সাথে মার্শাল আইয়ুব ও মোহাম্মদ আশরাফুলের অর্ধশতকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২৬ রানের পুঁজি পেয়েছে ঢাকা মেট্রো। আগের দিনের ৪ উইকেটে করা ৩৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা গোড়াপত্তনের পর আরও ৯৬ রান যোগ করে অল-আউট হয়েছে দলটি।
আগের দিন ১ রানে অপরাজিত থাকা আশরাফুল এদিন তুলে নেন প্রথম-শ্রেণির ক্রিকেটের ৩০তম অর্ধশতক। তবে অর্ধশতক পূর্ণের পর ইনিংসকে আর বেশি বড় করতে পারেননি তিনি। শাহনুর রহমানের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিলে ব্যক্তিগত ৫৩ রানে থামে তার ইনিংস।
এরপর কাজী অনিক ছাড়া শেষদিকের ব্যাটসম্যানরা দৃঢ়তা দেখাতে ব্যর্থ হলে ৪২৬ রানেই থামে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস। শেষ দিকে নেমে স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ ২৪ রান যোগ করেন অনিক। ঢাকার বাকি ব্যাটসম্যানদের মধ্যে মার্শাল ৫০, োপেনার সৈকত আলি ৪২, মেহরাব হোসেন ৩৮ ও শামসুর রহমান ৩৪ রান করেন।
সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন এনামুল হক জুনিয়র। ৫৩.৪ ওভার হাত ঘুরিয়ে নিজের থলেতে সর্বোচ্চ ৬ উইকেট জমা করেন বাঁহাতি এ স্পিনার। তাছাড়া শাহনুর ৩টি ও পেসার আবু জায়েদ রাহী ১টি উইকেট লাভ করেন।
ঢাকা মেট্রোর রান পাহাড়ের জবাবে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে সিলেট বিভাগ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬.৪ ওভার শেষে বিনা উইকেটে দলটির সংগ্রহ ১৫ রান। ৭ রান নিয়ে খন্দকার সায়েম ও ৮ রান নিয়ে এ মুহূর্তে ক্রিজে আছেন শাহনাজ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১২২.৪ ওভারে ৪২৬/১০
সাদমান ১৫৭, সৈকত ৪২, শামসুর ৩৪, মার্শাল ৫০, মেহরাব জুনিয়র ৩৮, আশরাফুল ৫৩; আবু জায়েদ ১/৪৬, এনামুল জুনিয়র ১৬৫/৬, এবাদত ০/৪০, শাহানুর ৭৫/৩)।