নিজস্ব প্রতিবেদক:
মানবতাভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধনের পক্ষে হাইকোর্টের রুল জারি করেছে।
হাইকোর্ট ইমাম হায়াতের নেতৃত্বাধীন মানবতাভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে রুল জারি করেছে হাইকোর্ট।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রিট আবেদনের প্রেক্ষিতে আদালত সোমবার রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ডক্টর ইউনুছ আলী আকন্দ।
রায়ের পর ডক্টর ইউনুছ আলী আকন্দ বলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করে আদালত। এ ছাড়া রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে রায়ে।
গত ১১/০৬/২০১৮ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ
তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে মহাসচিব মো. রেহান আফজালের (রাহবার) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।