এক বছরের মধ্যেই প্রয়োগের উপযুক্ত হতে পারে, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত ক্যানসার নির্ণয়ের নতুন পদ্ধতি। জানালেন এর উদ্ভাবকেরা।তাঁদের গবেষণার ফল বলছে, কেবল রক্ত পরীক্ষাতেই জানা যাবে, শরীরে ক্যানসার বাসা বেঁধেছে কিনা!ক্যানসার মরণব্যাধি। তবে, প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা গেলে সম্ভব শতভাগ আরোগ্য লাভ।সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, প্রাথমিক পর্যায়ের ক্যানসার শনাক্ত করতে অধ্যাপক ইয়াসমিন হকের নেতৃত্বে গবেষণা শুরু করেন একদল গবেষক। নন লিনিয়ার অপটিক্স পদ্ধতির মাধ্যমে শুধু রক্ত পরীক্ষা করেই মানবদেহে ক্যানসার সনাক্তকরণের পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন তাঁরা।গবেষকদের মতে, ক্যান্সার শনাক্তকরণের ডিভাইসটি পূর্ণরূপে আনতে লাগতে পারে, এক থেকে দেড় বছর সময়। আর তা হলে কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ ছাড়াই, সনাক্ত হবে ক্যানসার।সংশ্লিষ্টরা আশা করছেন দুরারোগ্য ব্যাধি ক্যানসার নিরাময়ে নতুন দিগন্তের সূচনা করবে এই উদ্ভাবন।