নিজস্ব প্রতিবেদক: নিবন্ধনের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে মানবতাভিত্তিক নতুন রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ । আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চে এই রিট করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৬ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পক্ষ থেকে সকল শর্ত পূরণ করার পরও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার অভিযোগ করে নিবন্ধন দাবি করা হয়েছিল, সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ- কে নির্বাচন কমিশন নিবন্ধন দিচ্ছে না। রিট আবেদনে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে নিবন্ধন প্রদানের আদেশ প্রার্থনা করা হয়। একই সঙ্গে রিট আবেদনে ইনসানিয়াত বিপ্লবেব নিবন্ধন ব্যতীত আসন্ন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞা জারির আদেশ চাওয়া হয়েছে। বাদী হয়েছেন দলটির মহাসচিব শেখ রায়হান রাহবার। বিবাদী করা হয়েছে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিব ও উপসচিবকে।