বিশেষ প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল হত্যা মামলার প্রধান আসামি সাইদুল হক পারভেজকে আটক করেছে পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। সোমবার দিনগত রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরউজ্জজামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত; চলতি বছরের ১৯ জানুয়ারী দিনগত রাতে ফেনীর দাগনভূঞার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরীকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে তার বন্ধুরা। পরে নিহতে বড় ভাই নাজিম উদ্দিন এ ঘটনায় দাগনভূঞায় পৌর যুবলীগের সহ সম্পাদক সাইদুল হক পারভেজকে প্রধান আসামি ও তার বন্ধু হিরো, বাহাদুর, দাগনভূঞায় পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম তার বড় ভাই আজিজুল হক রাসেল,শামীম ও মুজাহিদ নামে আরো দুই যুবককে এজহার নামীয় আসামি করে মামলা করে।এছাড়াও মামলায় অজ্ঞাত ১০-১২ জন আসামি করা হয়।বর্তমানে এমামলার সকল আসামি জামিনে রয়েছে।