ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে ৬৫ পিস ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো.আবু তৈয়ব ওরফে লিটন (৩৫)। শুক্রবার (১২ অক্টোবর) রাতে উপজেলার আমজাদ হাট বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের বাসীন্দা। পুলিশ জানান, শুক্রবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ আমজাদ হাট বাজারের একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তাঁর দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার করেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবির বলেন, তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তিনি বলেন আসামি আবু তৈয়বের বিরুদ্ধে ছাগলনাইয়া থানা ৪ টি মাদকের মামলাসহ ১টি চুরির মামলা রয়েছে। শনিবার (১৩ অক্টোবর) আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।