৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর সোনাগাজীতে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

জাবেদ হোসাইন মামুন:

ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে দেয়া প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় নূর করিম (১৯) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সোনাগাজী মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেলা মর্গে প্রেরণ করেছে। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের হাজী পাড়ার আবুল কালামের নতুন বাড়িতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আবুল কালামের ছেলে নূর করিম পেশায় একজন মৎস্যজীবী। সেই একই গ্রামের এক কিশোরীকে গত কয়েক মাস যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। ওই কিশোরী তার প্রেমের প্রস্তাবে রাজী না হয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানালে তারা তাকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন।


সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নদীতে জাল ফেলে মাছ ধরার কথা বলে ঘর থেকে বের হয়ে নূর করিম তার বাড়ির পুকুর পাড়ে আম গাছের সাথে রশি বেধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। মঙ্গলবার ভোরে তার মা ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে তার পিতা আবুল কালাম বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার অপমৃত্যু মামলা নং-২০, তাং-০২-১০-২০১৮ইং। সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(Visited ৫১ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’