৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

শিগগিরই ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনবে লেনোভো

স্মার্টফোনের ট্রেন্ড বা ধারা পরিবর্তন হতে যাচ্ছে। স্মার্টফোন নির্মাতারা ভাঁজ করা বা ফোল্ডেবল ফোনের দিকে গুরুত্ব দিচ্ছেন বেশি। স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে ও স্যামসাং শিগগিরই ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এবারে আরেক চীনা স্মার্টফোন নির্মাতা ফোল্ডেবল স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগের সাইট ওয়েবুতে লেনোভোর ভাঁজ করা ফোনের তথ্য প্রকাশিত হয়েছে।

দীর্ঘদিন ধরেই লেনোভো ভাঁজ করা ফোন নিয়ে কাজ করছে। এর আগে ২০১৬ সালে জুনে টেকওয়ার্ল্ডের এক অনুষ্ঠানে ভাঁজ করা হ্যান্ডসেট প্রদর্শন করেছিল লেনোভো। ওই সময় বেশ শোরগোল তুলেছিল লেনোভোর ওই হ্যান্ডসেট। তবে পরে ওই হ্যান্ডসেট আর বাজারে ছাড়েনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি একটি ভিডিও অনলাইনে ছড়িয়েছে। যাতে দেখা যাচ্ছে, লেনোভো এখনো ভাঁজ করা ফোন নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী মাস নাগাদ ওই ফোন বাজারে আসতে পারে।

ওয়েবুতে ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন জেড জন নামের এক ইউটিউবার। ভিডিওতে দেখানো স্মার্টফোনের সঙ্গে ২০১৬ সালে দেখানো স্মার্টফোনের মিল রয়েছে। নতুন ফোনটি পাতলা ও লম্বা, যা স্মার্টঘড়ির মতো কবজিতে পরা যায়।

নতুন ভাঁজ করা স্মার্টফোন কাস্টোমাইজড অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। এতে ফিটনেস ব্যান্ডের নানা সুবিধা থাকবে।নতুন স্মার্টফোন ঘিরে তথ্য ফাঁস হলেও লেনোভোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সম্প্রতি চীনের আরেক স্মার্টফোন নির্মাতা নুবিয়া ভাঁজ করা স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। নুবিয়া আলফা নামের স্মার্টফোনটি হাতঘড়ির মতো পরা যাবে। এতে বাঁকানো ওএলইডি টাচস্ক্রিন থাকবে। এতে ক্যামেরা, মাইক্রোফোন সুবিধাও থাকবে।

(Visited ৪০ times, ১ visits today)

আরও পড়ুন

ফেসবুক গ্রুপ অর্থ আয়ের নতুন নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসছে
করোনাকালে ইন্টারনেট ব্যাংকিং বেড়েছে
২০২১ সালের মধ্যে ৫জি চালু
আজ ফেসবুকের ১৭তম জন্মদিন
পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আমাজন প্রতিষ্ঠাতা বেজোস
মেসেঞ্জার নিয়ে ফোর্বসের প্রতিবেদনে মিলেছে ‘ভয়াবহ’ তথ্য
স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যানের কারাদণ্ড
দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপন হচ্ছে ভাঙ্গায়