ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার ২২টি পুজামন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার। বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোনাগাজীর পুজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান প্রদান করেন এক দশকের বেশি সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ও শিক্ষানুরাগী আবুল বাশার। এই সময় হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিবেন, তা না হলে ২০০১ সালের মত আপনাদের উপর নির্যাতন হবে। আপনারা গৃহ ও জায়গাজমি হারা হবেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, জেলা পরিষদের মেম্বার ফারুক হোসেন, আরিফ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দীন মোহাম্মদ, কমিশনার শেখ মামুন, দাগনভূইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম বেলাল, আবু নাসের, কমিশনার সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।