কংক্রিট শহর
রিটন মোস্তাফা [ রিটন ]
এই কংক্রিটের কঠিন শহরে
স্বার্থ গুলো বেমালুম পথ ভ্রষ্ট।
দু একটা নরম হৃদয় লাঞ্ছিত
অবাঞ্ছিত ঠিক আমার মতো।
এখানে তুমি আমার কেউ না
আমি তোমার ঘনিষ্ঠ কিছু না।
এখানে প্রতিদিন তুমি ও আমি
প্রয়োজনে পণ্য সাজি,সাজাই।
এই সব মুখোশে মুখোশে যেন
খুব গোপনে বিক্রী হও, হয়ে যাই।
শক্ত শহরে কাঁধে কাঁধে সংঘর্ষে
পিছন ফেরাটা বেমালুম ভুলে যাই।
কেনা বেচার এই শহরে প্রিয় অচেনা
অচেনা প্রিয় কোন এক ধুর্ত ধান্দায়।
(Visited ১২১ times, ১ visits today)