আমির হোসেন বিজয়:
ফেনী দাগনভূঞা দুধমুখাতে একশিক্ষার্থী নিহত ও তিন শিক্ষার্থী আহত হওয়ার গঠনা ফেনী বসুরহাট সড়ক ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার সকালে ফেনী দুধমুখা বাজারে মাটি বহনকারী টাক্টারের ছাপায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে রিকশাযোগে স্থানীয় আইডিয়াল একাডেমি স্কুলের তিন শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পথে মাটি পরিবহনের টাক্টার রিক্সসাকে ছাপা দিলে ঘটনার স্থলে ২য় শ্রেণির ছাত্রী আইনুর নাহার আনিকা(৭) নিহত হয়।
আহতদের স্থানীয় দাগনভূঞা সদর হাসপাতালে ভতি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুমুখা উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা রাস্তায় গাড়ীর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং স্থানীয় ইটভাটায় হামলা ও ভাংচুর চালায়। স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করে, যানচলাচল স্বাভাবিক করে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান।