বি-বাড়িয়া প্রতিনিধি:
মানবতার শত্রু শয়তান ট্রাম্প অনুসারি উগ্র শ্বেতাঙ্গ বর্ণবাদি বস্তুবাদি জাতীয়তাবাদি ও উগ্র ক্রিশ্চিয়ান খুনী জংগিবাদি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক নিউজিল্যান্ডে মসজিদে নামাজরত অবস্থায় শতাধিক মানুষকে নৃশংস মর্মান্তিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ বি-বাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে সোমবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক হজরত আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে নজরুল ইসলামের আহবানে বক্তব্য রাখেন আল্লামা গোলাম সাদেক, মাইন উদ্দিন টিটুসহ বি-বাড়ীয়া সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, ধর্মের মানবিক শিক্ষা বিধ্বংসী ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি উগ্রবাদি জাতীয়তাবাদি বর্ণবাদ মানুষকে মানবতার শত্রু অমানুষ বানায় এবং রাষ্ট্র ও ক্ষমতাকে জীবন ও মানবতা ধ্বংসের হাতিয়ার বানায়। তাঁরা বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জংগিবাদি খুনী সন্ত্রাসবাদ এবং জীবন ও মানবতার শত্রু বস্তুবাদি জাতীয়তাবাদি হিংস্র মতবাদের একক গোষ্ঠীবাদি পাশবিক অপরাজনীতির ধ্বংসযজ্ঞ থেকে জীবন ও মানবতা রক্ষায় ধর্মের মানবিক মূল্যবোধ ও সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্ব অপরিহার্য।