ফুলগাজী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার লিখিত অভিযোগে পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আফসার হোসেন (৩২)। সে উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের কামাল্লা গ্রামের বদিউজ্জামান মিয়ার ছেলে। বুধবার (২০ মার্চ) রাত ৮টার দিকে পৈথরা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।
মামলার বাদী সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান মিয়া জানান, তার ছেলে আফসার হোসেন মাদক সেবন করার পাশাপাশি এখন মাদক বিক্রিতেও জড়িয়ে পড়ে। তিনি বলেন, ছেলেকে মাদক ব্যবসা থেকে ফেরাতে অনেক চেস্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। গত বুধবার তিনি তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই তাকে গাঁজাসহ গ্রেফতার করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,কুতুব উদ্দীন পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আফসার হোসেনকে গ্রেফতারের বিষয় সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।