ফেনী প্রতিনিধি:
সদ্য মুক্তি পাওয়া ‘অন্ধকার জগত’ছবির প্রচারনার জন্য ফেনীতে এলেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও নায়ক ডিএ তায়েবসহ ছবির কলা কুশলীরা।রবিবার সন্ধ্যায় ফেনীর দুলাল সিনেমা হলের দর্শক সারিতে বসে তারা ছবিটি উপভোগ করেন। পরে তারা উপস্থিত দর্শকদের সাথে ছবির ভাললাগার বিষয়গুলি জানতে চান এবং দর্শকদের সাথে কথা বলে আনন্দময় সময় কাটান।
এসময় নায়ক ডিএ তায়েবের সাথে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ , ছবির অভিনেত্রী আনোয়ারা বেগম, আনহা তামান্না, শিশু শিল্পী তুশমী, অভিনেতা মকফুবার রহমান সুইট, ফারুক, মুভি বাংলা টিভির ভাইস চেয়ারম্যান নাট্যকার মাহবুবা শাহরীন।বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক বদিউল আলম খোকন পরিচালিত অন্ধকার জগত ছবিটি গত ২২শে ফ্রেব্রুয়ারী মুক্তি পায়। এতে নায়ক ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করোন নায়িকা মাহিয়া মাহি।