ফেনী প্রতিনিধি:
হ্নদয়ের কথা বলে স্লোগান সামনে রেখে ফেনীতে আনন্দ টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সকালে ফেনী ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আনন্দ টিভি পরিবার ফেনীর আয়োজন জেলা প্রতিনিধি জাফর উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম। বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ও উপপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, বর্তমান সাধারণ সম্পাদক এনএন জীবন, যুগ্ম সম্পাদক রাজন দেব নাথ, প্রেস ক্লাব সদস্য এ কে আজাদ, দৈনিক আমার কাগজের জেলা প্রতিনিধি মো. আলাউদ্দিন, আজকের সময়ের এম শরীফ ভূঞা, অনলাইন টাইমস অব ফেনীর সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, চ্যানেল২৪ এর ক্যামেরাপার্সন জহিরুল হক কামরুল সহ বিভিন্ন কলেজের ছাত্রবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেক কেটে ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষণি করেন।
(Visited 1 times, 1 visits today)