২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে ভূমি দস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী লালনকারী আখ্যা দিয়ে বখতেয়ার ইসলাম মুন্না বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধার সংবাদ 

ফেনী প্রতিনিধি:

ফেনীতে ভূমি দস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী লালনকারী আখ্যা দিয়ে সময় টিভির সাংবাদিক পরিচয়ধারী বখতেয়ার ইসলাম মুন্না গংদের বিরুদ্ধে ইফরানুর রহমান নামে এক মুক্তিযোদ্ধা জীবনের নিরাপত্তা চেয়ে ও ভূমি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। ফেনী শহর পুলিশ ফাঁড়ির পেছনে মিড টাউন কনভেনশন হলে সোমবার সকালে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইফরানুর রহমান এমন অভিযোগ করেন।

ফেনী শহরের তিনি পশ্চিম ডাক্তার এলাকার স্থায়ী বাসিন্দা ও শান্তি প্রিয় একজন মু্ক্তিযোদ্ধা। ফেনী শহর পুলিশ ফাঁড়ির পেছনে রামপুর মৌজার হাল ৮৬৯, ডিপি ২০৩৩ নং খতিয়ানের ২০৯৬ দাগে ২১ শতক জমি তিনি সহ তার ২৯ জন আত্মীয় স্বজন মালিক হিসেবে ভোগ দখলকার রয়েছেন। ওয়ারিশদের সাথে দেওয়ানী ২২৭/১৯নং মামলা চলমান রয়েছে। একই বিষয়ে উক্ত তফসিলভুক্ত জমিতে ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারা পিটিশন নং- ৭৮/৭৯ নং মামলা দায়ের করেন। আদলত শান্তি শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। এমতাবস্থায় এই মূল্যবান জমিতে লোপুপ দৃষ্টি পড়ে ভূমি দস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী লালনকারী সময় টিভির সাংবাদিক পরিচয়দান কারী বখতেয়ার ইসলাম মুন্না গংদের। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বখতেয়ার ইসলাম মুন্না, আলতাফ হোসেন ভূঞা, মিজানুর রহমান খান, দিদারুল ইসলাম ভূঞা, আবুল হাসান সবুজ ও প্রিন্স নামক কতিপয় ভূমি দস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী লালনকারী চক্রটি গায়ের জোরে জমিটি অবৈধভাবে জবর দখলের পাঁয়তারা করে। সেখানে স্থাপনা নির্মাণ করতে ইট, বালি, রড ও সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ঘটনাস্থলে এনে রাখেন। গত ১৮ মার্চ সোমবার দুপুরে ইফরানুর রহমান ঘটনাস্থলে গেলে দেখতে পান চক্রটি তার মালিকীয় দখলীয় জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। এসময় তিনি বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে শারীরিক লাঞ্ছিত করার চেষ্টা চালায় এবং মোটা অংকের চাঁদা দাবী করে। তিনি এ ব্যপারে জীবনের নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় জিডি করেন। ফেনী মডেল থানার জিডি নং- ৯১০, তাং- ১৮-০৩-২০১৯ইং। এছাড়া প্রতিকার চেয়ে তিনি ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো দাবী করেন ১৯২২ সাল থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা জমিটি ভোগ দখলে রয়েছেন। তার আরো একটি মার্কেটের ব্যবসায়ীদের দোকান ভাড়া না দিকে দোকানীদেরকে হুমকি দিয়ে আসছে। এসব দুর্বৃত্তদের অব্যাহত হুমকিতে তিনি ও তার ভাড়াটিয়ারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তিনি এই চক্রটির মুখোশ উন্মোচন করার জন্য ফেনীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো অভিযোগ করেন, তার গ্রামের বাড়ি দাগনভূঞার জায়লস্করে তার মালিকীয় পৈত্রিক বাড়িতে তার ছেলে বাড়ি নির্মাণ করতে গেলে সেখানেও মুন্নাগং বাধা প্রদান করেন। এসব বিষয়ে তিনি সময় টিভির উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন।

(Visited ২৪৭ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’