ছাগলনাইয়া প্রতিনিধি:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (১৮মার্চ)সোমবার দুপুরে মিজান (৪০) নামের এক বাংলাদেশি কৃষককে আটক করেছে। আটককৃত মিজান ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর কলোনির সুরুজ মিয়ার ছেলে। এ ব্যাপারে আজ মঙ্গলবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করা হবে। বিজিবির হাবিলদার আবদুল মান্নান জানান, বিএসএফের হাতে আটক মিজান একজন কৃষক। ঘটনার দিন দুপুরে তিনি ছাগলনাইয়ার যশপুরের ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গেলে সেখানে টহলরত বিএসএফসদস্যরা তাকে ধরে নিয়ে যায়। দুপুরে তিনি ছাগলনাইয়ার যশপুরের ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গেলে টহলরত বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। সন্ধ্যায় এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দেবপুর বিওপির নায়েক সুবেদার আরফান আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি আজমল হায়দার। বিজিবির নায়েক সুবেদার আরফান জানান, বৈঠকে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ মঙ্গলবার ফের পতাকা বৈঠক করা হবে।