৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর ছাগলনাইয়া ভারত সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ছাগলনাইয়া প্রতিনিধি:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (১৮মার্চ)সোমবার দুপুরে মিজান (৪০) নামের এক বাংলাদেশি কৃষককে আটক করেছে। আটককৃত মিজান ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর কলোনির সুরুজ মিয়ার ছেলে। এ ব্যাপারে আজ মঙ্গলবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করা হবে। বিজিবির হাবিলদার আবদুল মান্নান জানান, বিএসএফের হাতে আটক মিজান একজন কৃষক। ঘটনার দিন দুপুরে তিনি ছাগলনাইয়ার যশপুরের ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গেলে সেখানে টহলরত বিএসএফসদস্যরা তাকে ধরে নিয়ে যায়। দুপুরে তিনি ছাগলনাইয়ার যশপুরের ত্রিপুরা সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গেলে টহলরত বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। সন্ধ্যায় এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দেবপুর বিওপির নায়েক সুবেদার আরফান আলী এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি আজমল হায়দার। বিজিবির নায়েক সুবেদার আরফান জানান, বৈঠকে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ মঙ্গলবার ফের পতাকা বৈঠক করা হবে।

(Visited ৫৫ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’