ফেনী প্রতিনিধি:
ফেনীর অদুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহ্পুরে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে চালক যাত্রীসহ ৬ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টায় ফতেহপুর ভাইপাস ওভার ব্রীজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘ টনা ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক একজনকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে ও পরে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত দুইটি গাড়ি ফেনী মডেল থানা হেফাজতে রয়েছে। আহতরা হচ্ছে রকি(১৮) সুমাইয়া(১৩) সবুরা আক্তার(৪৫) ও অটোরিক্সা চালক মাহবুব(৩৫) ও অজ্ঞাত একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে। আহত আরো একজনের নাম জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক মো: শাহ জাহান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১০টায় ফতেহপুর ভাইপাস ওভার ব্রীজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় সিলিংন্ডারবাহী ঢাকামুখি একটি মিনি ট্রাক অটো-রিক্সাটিকে চাপা দিলে এ ঘটনা ঘটে ।