ফেনী প্রতিনিধি:
এক আলিম ছাত্রীকে প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে আটক হয়েছেন ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদদৌলা। আজ বুধবার দুপুরে মাদ্রাসার অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়।
সোনাগাজি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ এপ্রিল থেকে ওই ছাত্রীর আলিম পরীক্ষা শুরু। তিনি ছাত্রীকে অগ্রিম প্রশ্ন দেওয়ার প্রলোভনে অফিস কক্ষে ডেকে নেন। পরে অধ্যক্ষের কক্ষে ছাত্রীটি যৌন হয়রানির শিকার হয়ে বাড়িতে গিয়ে মা-বাবাকে জানান। তারা আশপাশের লোকজন ও পৌরসভার কাউন্সিলরসহ মাদ্রাসায় আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে অধ্যক্ষকে আটক করা হয়।
অভিযোগের সত্যতা জানতে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
(Visited 1 times, 1 visits today)