ফেনী প্রতিনিধি:
ফেনীর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে দোয়া মুনাজাত করা হয়। মসজিদটি হাসপাতালের নিজস্ব জায়গায় প্রথম ধাপে প্রস্তাবিত ৪ তলা বিশিষ্ট মসজিদ ভবনের ১ তলার কাজ সম্পন্ন করা হবে এবং প্রতি তলায় ১১০ জন মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে। এই কাজে হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও সমাজের দানশীল ব্যক্তিরা শামিল হতে পারেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।বর্তমানে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় নামাজের ব্যবস্থা রয়েছে।
(Visited 1 times, 1 visits today)