ফুলগাজী প্রতিনিধি:
শ্রেণি কক্ষে ঢুকতেই মাথা ঘুরিয়ে পড়ে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ফুলগাজীর বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ ছাত্রী। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিদ্যালয়ে ঢোকার সাথে সাথে এঘটনা ঘটে। এঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. রবিউল হক মজুমদার আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ২ দিনের ছুটি ঘোষণা করেছেন।
এদিকে বিদ্যালয়ে এসব ঘটনা শুনে আতঙ্ক রয়েছেন খোদ অভিভাবকরা। সপ্তম শ্রেণির ছাত্রী নারগিস সুলতানার মা নাছিমা আক্তার জানান, তাঁর মেয়ে সোমবার (১৮ মার্চ) স্কুলে একটু মাথা ঘুরালেও বিকেলে বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়লে তিনি হাসপাতালে নিয়ে যান। এখন তিনিও মেয়ের পড়াশোনা নিয়ে শঙ্কিত। এর আগে সোমবার (১৮ মার্চ) বিদ্যালয়ে ক্লাস শুরুর আগেই ৯ ছাত্রী মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে ।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পৌঁছে খবর নেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ও মাধ্যমিক শিক্ষা অফিসার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বর্তমানে ওই শিক্ষার্থীদের অবস্থা ভাল রয়েছে। তবে চিকিৎসকদের মতে, গ এপিডেমিক হিষ্টোরিয়া রোগে শ্রেণি কক্ষে অচেতন হয়ে পড়তে পারে।
ভিডিও দেখুন….