২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীর ছাগলনাইয়ায় ৪ নারীসহ ২১ মাদক কারবারির আত্মসমর্পণ

 

ছাগলনাইয়া প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় ৪নারীসহ ২১ মাদক কারবারি আত্মসমর্পণ করেছে। শুক্রবার রাতে ছাগলনাইয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। এসময় আত্মসমর্পণকারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আত্মসমর্পণকারী মাদক কারবারিরা হলেন- ছাগলনাইয়া পৌরসভার ৬নং বাঁশপাড়া ওয়ার্ডের ফেলাগাজী মজুমদার বাড়ির মৃত আবদুল মুনাফের ছেলে মো. সুমন (৩৮), ওহিদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম মজুমদার (৪৪), মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের আবুল হাশেমের স্ত্রী রুনা আক্তার (৩৭), একই গ্রামের দিদার হোসেনের স্ত্রী বিবি ফাতেমা মুক্তা (২৮), আবুল হাশেমের স্ত্রী পারুল (৪১), আবুল বশরের ছেলে ওমর ফারুক (২৭), মৃত নুরুল হকের ছেলে ইসমাঈল মিন্টু (৪০), মৃত জমিদার মিয়ার ছেলে সামছুল হক (৭০), তার সহোদর ওবায়দুল হক (৫০), পশ্চিম দেবপুরের আবু বক্করের ছেলে আবু তৈয়ব লিটন (৪২), শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের মৃত পঁচা মিয়ার ছেলে মফিজুল করিম (৪৫), উত্তর বল্লভপুরের আবদুর রাজ্জাকের ছেলে মো. রিপন (৩৬), একই গ্রামের আবদুল মালেক মেম্বারের ছেলে মো. বেলায়েত হোসেন প্রকাশ হুদন (৪৮), সিরাজুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (৩৭), আফজলের রহমান ভূঁইয়ার ছেলে মো.আনোয়ার হোসেন (৪০), উত্তর ছয়ঘরিয়াগ্রামের মৃত নজির আহাম্মদের ছেলে সিরাজুল ইসলাম (৫৪), মো. দিদারের স্ত্রী লাইজু আক্তার লিজা (২২), মৃত সুলতান আহাম্মদের ছেলে তাজুল ইসলাম (২৫) ও মৃত ওবায়দুল হকের ছেলে আবুল হাশেম (৫৭)প্রমূখ। ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মনিরুজ্জামান, পৌর মেয়র মো. মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন মজুমদার বুলু, ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় ও জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারি। ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স হওয়ায় এখানকার মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণের পথ খুঁজতে থাকে। পরে তাদের মাদক ব্যবসা থেকে সরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি। ভবিষ্যতে আর মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকার দিয়ে তারা পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। সীমান্তবর্তী এ এলাকায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় এ ২১জনকে অভিনন্দন জানিয়ে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে আগামীতে তাদের জীবন-জীবিকা নির্বাহে আরও সহযোগিতা করা হবে।

(Visited ২২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী