২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

তীব্র গরমের পর, সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক:

টানা ৭ দিন তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তাতে ধীরে ধীরে কমে আসছে তাপপ্রবাহের দাপট। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারও অনেক এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টির আভাস রয়েছে দেশের সববিভাগে।

রোববার (১২ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গেল ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়নসিংহে সামান্য বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোণায় ২১ মিলিমিটার। এসময় নিকলী, চাঁদপুর, কুমিল্লা, সিলেট, শ্রীমঙ্গল, রাজারহাট ও সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রোববারও টাঙ্গাইল, মাইজদীকোর্ট, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের দিক দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে তিনি বলেন, ‘সোমবার রাজশহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।’

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’