সম্পাদকীয় কলাম:
কোরআনুল করীমের আভিধানিক অর্থ আর প্রকৃত দিশা এক নয়, প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে উৎসর্গীকৃত হৃদয় ও ইমামতের দিশা ছাড়া কোরআনুল করীম বোঝা সম্ভব নয় – আল্লামা ইমাম হায়াত
কোরআনুল করীম ও হাদিস শরীফ অবশ্যই সত্য ও জ্ঞান এবং সকল দিশার মূল সূত্র ও মূল উৎস, কিন্তু হকের ইমাম ছাড়া একটি আয়াত মোবারকের দিশা জানাও সম্ভব নয়।
বাহ্যিক অর্থ বা অনুবাদ জানা যাবে কিন্তু সেটা কোরআনুল করীমের প্রকৃত দিশা ও আলোর ধারা হবে না। কোরআনুল করীম অধ্যায়ন করে সত্য, জ্ঞান ও দিশা পাওয়ার শর্ত আছে।
কোরআনুল করীম পড়ে ভূল অর্থ ভূল ব্যাখ্যার শিকার হয়ে অনেকেই পথভ্রষ্ট শয়তান হয়ে যায় আবার অনেকেই সত্য- জ্ঞান- আলো- দিশা- ন্যায়- রহমত- হিদায়াত পেয়ে সত্যের আলোকিত ধারক সৌভাগ্যবান হয়ে যান।
আল্লাহতাআলা নিজেই সতর্কবাণী দান করে বলেছেন, এই কোরআনুল করীম নিয়ে অনেকেই পথভ্রষ্ট হবে এবং অনেকেই হিদায়াত লাভ করবেন।
*يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرً*
-সুরা বাকারা:২৬ (আয়াত শরীফের অংশ)
সূর্য থাকলেও নিজের চোখ না থাকলে সে দেখবেনা। ঈমানী দৃষ্টি ছাড়া কোরআনুল করীম বোধগম্য হবে না।
ঈমানী আত্মা ও ঈমানী দৃষ্টি কোরআনুল করীম বোঝার পূর্বশর্ত। যেমন:
১) কোরআনুল করীম বুঝার মূল শর্ত ও মূল আলো সবকিছুর ঊর্ধ্বে জীবনের ঊর্ধ্বে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও তাজীম, যা ছাড়া আত্মা আলোকিত হবেনা অন্ধকারে থাকবে,
২) এরপর বস্তুগত ও নফ্সগত মোহের ঊর্ধ্বে থাকতে হবে না হয় বোঝা যাবে না,
৩) আনআমতা আলাইহিম অর্থাৎ মহামহিম আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন এবং মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম এবং হকের ইমামবৃন্দ ও আওলিয়া কেরামের ধারায় থাকতে হবে নাহয় কোরআনুল করীম যতই পড়ুক আলো পাবেনা ভূল বুঝবে এবং পথভ্রষ্ট হবে।
৪) এছাড়া এরপর যুগের ইমামের দিশা লাগবে নাহয় বুঝার দৃষ্টি হবে না।
এজন্যই কোরআনুল করীম পড়েও অনেকেই পথ পাচ্ছে না, হকের উল্টো হচ্ছে। কোরআনুল করীম পড়েও অপব্যাখ্যা ও বিকৃত ব্যাখ্যা করে কোরআনুল করীমের দুশমন ওয়াবি-সালাফি-শিয়াবাদি-খারেজি-মওদূদীবাদি কাফের এজিদবাদি শয়তান মুলুকিয়তের দোসর জংগিবাদি সন্ত্রাসী খুনী ধর্ষক জাহান্নামী তৈরি হচ্ছে।
হকের ইমামের এক্তেদায় চলা কোরআনুল করীমের অলংঘনীয় নির্দেশ, যা অস্বীকার কোরআনুল করীমকেই অস্বীকার।
#আল্লামা_ইমাম_হায়াত
( ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের #পূণরূজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নী আন্দোলনের #প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের #প্রবর্তক)