বিশেষ প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একরামুল হক হত্যার পাঁচ বছর আজ। সাবেক চেয়ারম্যান একরামুল হককে(৪৭) দিনদুপুরে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে গাড়ির ভেতরে গুলি করে এরপর গাড়িসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০১৪ সালের ২০মে সকাল ১১টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে।
এসময় একরামের সঙ্গে গাড়িতে থাকা তাঁর তিন সঙ্গী ও গাড়ি চালক আহত হন। নিহত একরাম ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফুলগাজী উপজেলা আনন্দ পুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুরে। তবে তিনি ফেনী শহরের মাস্টার পাড়ায় নিজের বাড়িতে থাকতেন।
(Visited 1 times, 1 visits today)