ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা আ’লীগের ইফতার ও দোয়ার মাহফিল আজ শুক্রবার শহরের কিং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সাংসদ লে.জে.অব. মাসুদ উদ্দিন চৌধুরী,জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান,পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমূখ। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফেনী সরকারী আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলা মো: সাইফুল্লাহ।এসময় দেশ-জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এছাড়া সদ্য প্রয়াত আ’লীগ নেতা ও ফেনীর সাংসদ তালেব আলী,ফেনী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
(Visited 1 times, 1 visits today)