২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে গরীব ও অসহায়দের মাঝে  ১৭ লাখ টাকার ইফতার সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি:

ফেনীতে মাহে রমজান উপলক্ষে রোববার (১২ মে) সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উদ্যোগে গরীব, দু:স্থ ও অসাহায়দের জন্য ১৭ লাখ টাকার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম। আরবস্থ প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ফেনী  সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি ফরিদ উদ্দিন পাঠান ও পরিচালক জালাল উদ্দিন বাবলু।

বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন বাবলু, সহসভাপতি নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আবদুল বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ নয়ন, সমাজ কল্যাণ সম্পাদক নুর করিম।
ফোরামের সমন্বয়ক ইমাম উদ্দিন শাওনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাংবাদিক এন এন জীবন।

ফোরামের অর্থ সম্পাদক আবদুল বাতেন জানান, গত ২০১৪ সাল থেকে ফেনীর অসহায়, দু:স্থ ও গরীব মানুষের আর্থিকভাবে সহায়তা করা, গৃহহারাদের ঘর তৈরি করে দেয়া, রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও প্রতি ঈদে পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। তিনি জানান, এবার জেলার ছয় উপজেলায় গত এক সপ্তাহ ধরে ছয় শতাধিক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

(Visited ১৩ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’