বিশেষ প্রতিনিধি:
ফেনীতে মাহে রমজান উপলক্ষে রোববার (১২ মে) সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উদ্যোগে গরীব, দু:স্থ ও অসাহায়দের জন্য ১৭ লাখ টাকার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম। আরবস্থ প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি ফরিদ উদ্দিন পাঠান ও পরিচালক জালাল উদ্দিন বাবলু।
বক্তব্য রাখেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন বাবলু, সহসভাপতি নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আবদুল বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ নয়ন, সমাজ কল্যাণ সম্পাদক নুর করিম।
ফোরামের সমন্বয়ক ইমাম উদ্দিন শাওনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাংবাদিক এন এন জীবন।
ফোরামের অর্থ সম্পাদক আবদুল বাতেন জানান, গত ২০১৪ সাল থেকে ফেনীর অসহায়, দু:স্থ ও গরীব মানুষের আর্থিকভাবে সহায়তা করা, গৃহহারাদের ঘর তৈরি করে দেয়া, রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও প্রতি ঈদে পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। তিনি জানান, এবার জেলার ছয় উপজেলায় গত এক সপ্তাহ ধরে ছয় শতাধিক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।