ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা পুলিশের ইফতার ও দোয়ার মাহফিল সোমবার (২৭মে)পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় এডিশনাল ডিআইজি ফয়েজ আহম্মদ, ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান, জেলা ও দায়রা জজ মো: সাঈদ আহম্মদ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক মো: নাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলি, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পৌর প্যানেল মেয়র আশ্রারাফুল আলম গীটার, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি সহ জেলার বিভিন্ন উপজেলার ইউএনও, থানার ওসি, রাজনৈতিক নেতা ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।