ফেনী প্রতিনিধি:
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রধান সহকারী ও বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমান। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আমিরুজ্জামান স্বাক্ষরিত স্মারক নং- স্বাঃঅধিঃ/প্রশা-১/প্রশাসনিক কর্মকর্তা-৩০/২০১৯/৪০৯৩ এ ১৬ মে তারিখে এ আদেশ দেয়া হয়। এর আগে ওই পদটি শুন্য ছিল।
মো. মিজানুর রহমান ১৯৯১ সালে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী হিসেবে পদোন্নতি পেয়ে ফেনীর সিভিল সার্জন অফিসে সংযুক্ত হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য; স্বাস্থ্য অধিদপ্তরের ২৬/০৯/২০১৮ তারিখের স্বাঃঅধিঃ/প্রশাঃ/বদলী কমিটি/২০১৮/৪২১৮নং স্মারক সংখ্যকে গঠিত বদলী কমিটির সভা গত ০২/০৫/২০১৯ইং অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে উল্লেখিত পদে ও কর্মস্থলে প্রশাসনিক কর্মকর্তার শুন্য চলতি দায়িত্বে বদলী করে বহাল করা হয়।