২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

১০ দিন কাজ করবো, বাঘের বাচ্চার মত করবো -পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

ফেনী প্রতিনিধি:

চাকুরী করবো ১০ দিন তবে কারো কাছে মাথা নত করে নয় চোর, ডাকাত, সন্ত্রাসী, মাদক,ও চাঁদাচবাজ মুক্ত ফেনী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ফেনীর নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, আমি এখানে ১০ দিন কাজ করবো, তবে বাঘের বাচ্চার মত কাজ করে যাবো।

তিনি বলেন ফেনীতে আমার কোন আত্মীয় স্বজন নাই। ফেনীর ১৬লাখ লোকের নিরাপত্তা দিতে ফেনীর পুলিশ কাজ করবে। কোন রক্তচক্ষু বা প্রভাবশালীর চাপের কাছে নতি স্বীকার করা হবেনা। প্রয়োজনে ১০দিন চাকুরী করবো। তবুও কোন কলঙ্ক নিয়ে ফেনী ছাড়তে চাইনা। ফেনীর মানুষগুলো উন্নত মনের অধিকারী এবং ভাল মানুষ।

থানায় কোন দালাল আর দুর্নীতিবাজ পুলিশ থাকবেনা ফেনীবাসীর সেবা দিতে আমার ফোন ২৪ঘন্টা খোলা থাকবে। কোন অপরাধীকে প্রশ্রয় দেয়া হবেনা । সাংবাদিকদের সহযোগিতা নিয়ে পেশাদারীত্ব বজায় রেখে কাজ করতে চাই। সবার সহযোগিতায় অন্যরকম একটি ফেনী জেলা গড়তে চাই ।

১৫ মে ২০১৯ বুধবার দুপুরে ফেনীর পুলিশ লাইন মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । এসময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।

(Visited ২০ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’