৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

৯৫ ভাগ আয় চলে যাচ্ছে ৫ ভাগ বড় মানুষের হাতে, প্রত্যেক বছর তারা আরও ধনী হচ্ছে

অনলাইন ডেস্ক:

অদ্ভুত এক কূহেলিকায় আচ্ছন্ন বাংলাদেশের অর্থনীতি। জিডিপি বাড়ছে। বড় বড় উন্নয়নমূলক কর্মকান্ড চলছে। বিশ্ব ব্যাংক, এডিবিও বাংলাদেশের অগ্রগতি স্বীকার করছে। কিন্তু এটি গল্পের একটি দিক। অন্যদিকটি অত্যন্ত করুণ। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাচ্ছেন আমাদের তরুণেরা। নিজের বাচ্চার জন্য এক বাবার দুধ চুরির কাহিনীতো ভাইরাল হয়েছে। এমন ঘটনা অসংখ্য। খুব অল্পই সামনে আসছে।

তাহলে গলদটা কোথায়? প্রখ্যাত অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। ইব্রাহিম খালেদ বলেন, উন্নয়ন তো হচ্ছে। যে প্রবৃদ্ধির কথা সরকার বলে সেটি তো হচ্ছে। কিন্তু, এই জিডিপি থেকে যে টাকা আসছে তার সুষম বণ্টন হচ্ছে না। যে জাতীয় আয় যোগ হচ্ছে সেটি মাত্র শতকরা পাঁচ ভাগ মানুষের হাতে আসছে। সেই পাঁচভাগ মানুষ প্রত্যেক বছর আরও বড়লোক হচ্ছেন। বাকি ৯৫ শতাংশ তাদের কাছে আসছে না। উপর থেকে অর্থ নীচের দিকে যাচ্ছে না।

ইব্রাহিম খালেদ বলেন, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড হলো সুষম বণ্টনের দেশ। সবচেয়ে অসম বণ্টনের দেশ হলো আমেরিকা। আমরা আমেরিকার মডেল অনুসরণ করছি। এখন স্বাভাবিকভাবেই গরিব আরও গরিব হচ্ছে।

(Visited ২৫ times, ১ visits today)

আরও পড়ুন

টাটা পাওয়ার ডিডিএল ও ব্লকনটসের মধ্যে চুক্তি
ওমেন্স ইরার সবচেয়ে বড় বিজনেস সামিট অনুষ্ঠিত
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
যে কোন ব্রান্ডের মোবাইল ক্রয়ে পাচ্ছেন আজীবন সার্ভিস ওয়ারেন্টি
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
আমেরিকা থেকে বিনিয়োগ পেল ‘অন দ্য ওয়ে’
ঈদ আনন্দ মুখর হয়ে উঠুক ফয়’স লেক এ