ফেনী প্রতিনিধি:
ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের জগন্নাথ দীঘি এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়েছেন। এতে বাসের একজন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসের ১১ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। স্হানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরতর। পরিবারের লোকজন না থাকাতে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা -চট্টগ্রাম পাঠানো যাচ্ছে না।
(Visited 1 times, 1 visits today)