২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে মাদকবিরোধী শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ

ফেনী প্রতিনিধি:

ফেনীতে আজ বুধবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৯ উপলক্ষে এক শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উন নেছা শিউলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনীস্থ-৪ বিজিবির উপ-অধিনায়ক খাজা মঈন উদ্দিন।

সহকারী কমিশনার নিয়তি রানী কৈরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর পরিদর্শক অমর কুমার সেন।

এ সময় অন্যান্যের মাঝে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস এস আর  মাসুদ রানা, ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিদর্শক মো. টিপু সুলতান, জেলা ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাসসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসিনক কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর আয়োজনে বুধবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শোভযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভা মিলিত হয়। শেষে অতিথিবৃন্দ দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’