ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া সড়কে ডাকাতির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার দিনগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে রানীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বিরিঞ্চি এলাকার কমু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন রুবেল ওরপে বোমা রুবেল ও বাথানিয়া গ্রামের হারিছ মিয়ার ছেলে মহিউদ্দিন আইয়ুব। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলা সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানায়।ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত; গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে ছাগলনাইয়ার পাঠানগড় ব্রীজ ও ফেনী সদর কাজীরবাগের রুহিতিয়া রাস্তার মাথা নামক স্থানে একদল ডাকাত সড়ক অবরোধ করে এ্যাম্বুলেন্স সহ প্রায় ২০ টি’র ও বেশী যানবাহনে যাত্রীদের বেঁধে রেখে টাকা-পয়সা ডাকাতি করে পালিয়ে যায়।