২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ |

বাংলাদেশের টার্গেট এই মুহূর্তে আফগানিস্তান

 

বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৪ জুন। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি খেলতে শুক্রবার স্থানীয় সময় পাঁচটায় সাউদাম্পটনে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। পরের দিন শনিবার স্থানীয় সময় দুইটায় রোজ বল স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। যদিও অনুশীলন পর্বটা ঐচ্ছিক। যার প্রয়োজন আসবে, যার প্রয়োজন আসবে না। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি তিনটি। আগামী ২৪ জুন আফগানিস্তান ম্যাচের পর ৩ জুলাই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি ৫ জুলাই পাকিস্তানের সঙ্গে লর্ডসে।

এই তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যদলগুলোর পয়েন্টের দিকেও খেয়াল রাখতে হবে মাশরাফিদের। অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল খেলা। আপাতত বাংলাদেশের টার্গেট এই মুহূর্তে আফগানিস্তান। বর্তমান সময়ে জাতীয় দলের যে দুর্দান্ত পারফম্যান্স তাতে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দেওয়ার কথা। আফগানিস্তানও র‌্যাংকিংয়ে পিছিয়ে। তাদের বর্তমান পারফরম্যান্স খুব ভালো নয়। তাই বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামতে পারবে তা বলার অপেক্ষা রাখে না।

দুই দলের সবশেষ ম্যাচ হয়েছিল গত বছর এশিয়া কাপে। সে মঞ্চে বাংলাদেশ জিতেছিল লড়াই করে। বিশ্বকাপে দুই দল এর আগে একবারই খেলেছিল ২০১৫ সালে।

(Visited 1 times, 1 visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
এশিয়ান টিভির ফেনী জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক সোহাগ