কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, গাথুয়ার বিলের কাছে শুক্রবার বিকালে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন উপজেলার সতেরদড়িয়া গ্রামের রিকশাচালক আবু বকর (২৫) ও বকরের স্ত্রী ইমা আক্তার (২০)। স্থানীয়রা জানান, মাস ছয়েক আগে তাদের বিয়ে হয়। শুক্রবার বেলা ৩টার দিকে তারা একসঙ্গে সতেরদরিয়া থেকে কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ কালাইহাটি গ্রামে খালার বাড়ি যাচ্ছিলেন। এর ঘণ্টা খানেক পরে গ্রামের পাশে গাথুয়ার বিলের কাছে এলাকাবাসী তাদের লাশ দেখতে পায়।
কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান চঞ্চল বলেন, “বিকালে গাথুয়ার বিলের কাছে তাদের জবাই করা লাশ দেখে পথচারীরা এলাকাবাসীকে জানায়।” ওসি মমিনুল বলেন, “সুপরিকল্পিতভাবে এই জোড়া খুনের ঘটনা ঘটানো হয়েছে। তবে খুনি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ খুনি শনাক্ত করতে কাজ করছে।”
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।