১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

ফেনীর মামা-ভাগনে বিদেশ যাত্রা পথে নিখোঁজ 

ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের বাসিন্দা ও প্রবাসী মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) ও তাঁর ভাগনে মোহাম্মদ হুজাইফা তাহমিদ (১৬) গত ৯ দিন থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় ফেনীর দাগনভূঞা থানা ও ঢাকার খিলগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ মোহাম্মদ আতিক উল্যাহ প্রায় ১৫ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করেন এবং সপরিবার সেখানে বসবাস করেন। গত রমজানের কয়েক দিন আগে একাই গ্রামের বাড়িতে আসেন। তাঁর বোনের পরিবারের সঙ্গে উপজেলার উত্তর চণ্ডীপুর ছিলেন। তাঁর ভাগনে মোহাম্মদ হাফেজ আবুল বাশারের ছেলে মোহাম্মদ হুজাইফা তাহমিদ স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণিতে লেখাপড়া করে। ১৩ জুন দুপুরে মোহাম্মদ আতিক উল্যাহ আবুধাবি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সঙ্গে ভাগনে হুজাইফা তাহমিদকে নেন। তাঁরা ঢাকায় এক দিন থাকবেন। তারপর আতিক উল্যাহ আবুধাবি চলে যাবেন, আর ভাগনে তাহমিদ বাড়ি চলে আসবেন এমনটাই কথা ছিল। বাড়ি থেকে বের হয়ে তাঁরা ফেনীতে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠেন। এরপর থেকেই মামা-ভাগনে নিখোঁজ রয়েছেন। দুজনের সঙ্গে থাকা দুটি মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ঢাকা ও এলাকার সম্ভাব্য সব আত্মীয়স্বজনের কাছে খোঁজ করেও তাঁদের কোনো হদিস মেলেনি। আতিক উল্যাহ আবুধাবিতেও যাননি।

খোঁজাখুঁজির পর ওই প্রবাসীর ভগ্নিপতি ও ভাগনে মোহাম্মদ হুজাইফা তাহমিদের বাবা মোহাম্মদ হাফেজ আবুল বাশার ১৫ জুন দাগনভূঞা থানায় জিডি করেন। এ ছাড়া অপর এক আত্মীয় হাফেজ মো. মুনছুর আলম ১৭ জুন ঢাকার খিলগাঁও থানায় জিডি করেছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছালেহ আহম্মদ পাঠান বলেন, জিডি করার পর পুলিশের বেতারের মাধ্যমে সব থানায় খবর পাঠানো হয়েছে। কিন্তু তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

(Visited ৬০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী