২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

মানবসত্তা বস্তুর উর্ধ্বে, বস্তু ভিত্তিক নয় -ইমাম হায়াত

সম্পাদকীয় কলাম:

স্রষ্টা প্রাকৃতিক ভাবে সে সত্তা দান করেছেন তাই মানবসত্তা যে সত্তা বিকাশের মাধ্যমে সত্তার নিজ লক্ষ্য ও গন্তব্যে পৌঁছার সুযোগ হয়! মানবসত্তাকে স্রষ্টা সব বস্তুর উর্ধ্বে মর্যাদা দান করেছেন তথা মানবসত্তা কোন বস্তু ভিত্তিক নয় যেমন মানবসত্তা ভাষা-লিঙ্গ-জাতী-গোষ্টি-বর্ণ-রাষ্ট্র-বর্ডার ইত্যাদির ভিত্তিতে হতে পারেনা, মানবসত্তা সব বস্তুর উর্দ্ধে তাই মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষ যদি নিজ সত্তাকে বস্তু ভিত্তিক করে ফেলে তবে অটোমেটিকলি সত্তার শ্রেষ্টত্ব বিলিন হয়ে সত্তাটি মূলত বস্তুর দাস হিসেবে বস্তুবাদী সত্তায় রুপ নেই যার ফলে মানুষ দাবী অসার হয়ে যায়। নর্মালি কাউকে যদি জিজ্ঞেস করা হয়, মানুষ বড় নাকি বস্তু (আলো-বাতাস-পানি-মাটি) বড়? তখন অবশ্যই উত্তর আসবে মানুষ বড় তাহলে কি বস্তুর মূল্য থাকলোনা? না অবশ্যই বস্তুর মূল্য আছে কেননা বস্তু জীবনের উপকরণ বস্তু ছাড়া মানবজীবন ব্যাহত হয় এবং স্বাভাবিক গতি বিনষ্ট হয় তাই বলে বস্তু জীবনের মূল হতে পারেনা জীবনের মূল কেবল জীবনের স্রষ্টা ও জীবনের রাসুল।

বস্তুকে জীবনের মূল হিসেবে নয় জীবনের উপকরণ হিসেবে প্রয়োজন মত ব্যবহার করতে পারাই মানুষের ক্রেডিট বস্তুকে বস্তুর মত করে ব্যবহার করতে হবে যেমন আমার আগুনের প্রয়োজন তাই বলে গায়ে লাগিয়ে দেওয়া যাবেনা, আমার পানির খুব প্রয়োজন তাই বলে পানির ভিতর আমাকে ডুবিয়ে দিলে হবেনা, গাড়ি প্রয়োজন তাই
গাড়িকে গায়ের উপরে তুলে দেওয়া যাবেনা যদি তা হয় তাহলে জীবনটাই নাশ হবে ধ্বংস হবে ক্ষতি হবে জীবনের মৃত্যু হবে!

আবার বস্তুকে যথাযথ ব্যবহার করতে পারাও জীবনের ক্রেডিট যথা কেউ যদি জুতা মাথার উপর এবং টুপি পায়ের নীচে ব্যবহার করে অন্য একজন দেখলে পাগল বলবে সেন্সলেস বলবে ভাল
মানুষ বলবেনা ঠিক মানুষ বিভিন্ন ভাষায় কথা বলবে কিন্ত ভাষা জীবনের সর্বসর্বা হিসেবে গণ্য হতে পারবেনা মানুষ বিভিন্ন রঙ এর হয় তাই বাহ্যিক রঙ বা সাদা কালো মানুষের মূল পরিচয় হতে পারবেনা, মানুষ বিভিন্ন রাষ্ট্রের নাগরিক এমনকি স্রষ্টার দেওয়া অধিকার হিসেবে বিশ্ব নাগরিক হবে তাই বলে মানুষ নিজের উপরে রাষ্ট্রের অবস্থান দিয়ে রাষ্ট্রভিত্তিক হতে পারেনা মূলত মানবজীবন রাষ্ট্রেরও উর্দ্ধে যে দান প্রাকৃতিক দান যা কেউ হরণ করতে পারেনা করলে সে জীবনের মালিক দাবী করে স্বয়ং
স্রষ্টার শত্রুতে পরিণত হবে যা বর্তমানে আমরা দেখি রাষ্ট্রকে জীবনের উর্দ্ধে নিয়ে গিয়ে মানবজীবন গুলোকে কোন না কোন রাষ্ট্রের দাস করে রাখা হয়েছে!

রাষ্ট্র জীবনের অনুকরণে হবে কিন্তু বর্তমানে জীবন রাষ্ট্রের অনুকরণে হচ্ছে যার ফলে মানুষ
রাষ্ট্রভিত্তিক নির্দিষ্ট গন্ডি ভিত্তিক তথা জীবনের সত্তাগত পরিচয় হারিয়ে জীবনের অধিকার স্বাধীনতার মূল্য না বুঝে বস্তুবাদী হয়ে
হিংস্র পাশবিক এক দানবে পরিণত হয়েছে যে দানবের মাধ্যমে এমন কোন পাশবিক কাজ নাই যে সংগঠিত হচ্ছেনা! আজকের বিশ্বের দিকে তাকালে বুঝা যায় যত খুন-জুলুম-অন্যায়-অবিচার
নির্মমতা-হিংস্রতা-বর্বরতা-পরাধীনতার পরিবেশ সৃষ্টি হচ্ছে সব কিছুই বস্তুবাদী জাতীয়তাবাদী জানোয়ারদের মাধ্যমে ঘটছে! মানবসত্তায় বিশ্বাসী কোন মানুষের পক্ষে পাশবিক কাজ করা
সম্ভব হয়না। বস্তুবাদী এক হিংস্র দানবের নাম যার মাধ্যমে কেবল মানুষ নয় কোন সৃষ্টিই নিরাপদ নয়।

বস্তুর উর্দ্ধে মানবসত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত এর মাধ্যমে আমি আমার সত্তাগত পরিচয় পেয়েছি অতঃপর মানবসত্তায় বিশ্বাস করে মানবসত্তাকে ঈমানী সত্তায় যথাযথ রুপ দান করতে পেরেছি সাথে সাথে মানবসত্তা ও ঈমানী সত্তার বিপরীত সত্তা
বস্তুবাদী কুফরী হিংস্র পাশবিক সত্তার পরিচয়ও পেয়েছি।

আল্লামা ইমাম হায়াত এর দিশা দর্শনের আলোকে লিখেছেন বিশ্ব সুন্নী আন্দোলন ও
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতা আল্লামা রেজাউল মোস্তফা কায়সার ।

 

(Visited ৫০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান