২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |

আইনজীবীদের ঘাপলার কারণে খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না- তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

বিএনপির আইনজীবীরা প্রকৃতপক্ষে আইনি লড়াইটা সমন্বিতভাবে করতে পারছে না বলেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের নবীনবরণ ও ৪৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে ঘাপলা আছে। সমন্বিতভাবে আইনী লড়াই চালিয়ে যেতে না পারার কারণেই খালেদা জিয়া জেল থেকে জামিনে মুক্তি পাচ্ছেন না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছেন বলে অভিযোগ করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশে বিচার না করার সংস্কৃতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। কিন্তু এই সরকারের সময় কেউ অন্যায় করে পার পায়নি।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময় আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তার প্রমাণ আওয়ামী লীগ সরকারের দুইবারের মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জেল হাজতে যেতে হয়েছে। বিএনপি আদালতকে হেনস্তা করেছে বলেই দীর্ঘ ১০ বছর তারা খালেদা জিয়ার বিচারে দীর্ঘসূত্রিতা করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপস্থিত ছিলেন।

(Visited ১৯ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’