নিউজ ডেস্ক:
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল বুধবার। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সকল শিক্ষা বোর্ডের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ১০টায় বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের ফলাফলের শীট তুলে দেবেন।
এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি। আগামীকাল সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানা যায়।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১ গত এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।
(Visited 1 times, 1 visits today)