মো. সাইফ উদ্দিন মিঠু:
আজ বুধবার সকাল ১০ টায় ফেনীর দাগনভূঞা উপজেলা ভূমি এবং উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে স্কুল, কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং ই-নামজারী ও ভূমি সেবা সংক্রান্ত অবিহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা নির্বহী অফিসার মো. সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ রায়, থানা অফিসার ইনচার্জ আসলাম সিকদার।
এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট, আলোচিত গুজব, ছেলেধরা সংক্রান্ত বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।
ছেলেধরা সন্দেহে কোন নিরীহ মানুষের প্রতি অন্যয় অত্যাচার না করে সরাসরি দাগনভূঞা থানা পুলিশের নিকট হস্তান্তরের জন্য বিশেষ বক্তব্য উপস্থাপন করা হয়।