দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার (৬জুলাই) বিকালে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ভূঞা, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও পৌর অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ পাঠান। এতে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহম্মদ, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর জিয়াউল হক জিয়া, জাকের হোসেন, নুরুল হুুদা সেলিম, মহি উদ্দিন জুয়েল, মো. হানিফ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি অাবু নাছের চৌধুরী অাসিফ সহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।