ফেনী প্রতিনিধি:
সারাদেশব্যাপী ছড়িয়ে পড়া গুজব ও ফেনীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রোববার ফেনী মডেল থানা প্রাঙ্গণে ওপেন ডে হাউজ অনুষ্ঠিত হয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, পৌর মেয়র হাজী আলাউদ্দিন। এতে বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি – ডাকাতি, ছিন্তাই ও ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ দ্রুত চিহ্নিত করে সমাধান পুলিশ প্রশাসনের পদক্ষেপ কামনা করেন। এ সময় জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদের বক্তব্যের পরিপেক্ষিতে তাতক্ষণিকভাবে ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে আটজন ইভটিজারকে পুলিশ সুপারের নির্দেশে আটক করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, তিনি ফেনীতে যোগ দেয়ার পর থেকে মানুষকে স্বস্তিতে ও শান্তিতে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সাধারণ মানুষ এর ফলাফল উপলব্ধি করতে পারছেন।
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার নিমিত্তে সাধারণ মানুষের সহোযোগিতা নিয়ে সব ধরনের সমস্যা পুলিশ প্রশাসন উদ্যোগী হয়ে দ্রুত সমাধান করার আশ্বাস দেন।