ফেনী প্রতিনিধি:
ফেনীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের জনবহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার কাগজ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৫জুলাই) সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী ডক্টর রিক্রেশনক্লাবে এক আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। ফেনী জেলা প্রতিনিধি মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ফেনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাফর উল্যাহ, গ্লানি টিভির ফেনী প্রতিনিধি এ কে আজাদ, ফেনী কাউন্সিলর বাহার, কাউন্সিলর নিপুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনএন জীবন, ফেনী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুনসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে দৈনিক আমার কাগজের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।