৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |

ফেনীতে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা শুরু

ফেনী প্রতিনিধি:

‘শিক্ষার বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার শহরের মিজান রোডস্থ শহীদ জহির রায়হান হল মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন। শিক্ষক ফরিদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা কৃষি অফিসার আমানুল ইসলাম, করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল ও নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এ সময় অন্যান্যের মাঝে দাগনভূঞা উপজেলা কৃষি অফিসার মো. রাফিউল ইসলাম, সোনাগাজী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, সহকারী বন সংরক্ষক আবুল কাশেম ভূঞা, সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেব নাথ, শুভপুর স্টেশন অফিসার বাবুল চন্দ্র ভৌমিক, ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা আনোয়া হোসেন প্রমুখ। শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ ও বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের মিজান রোডস্থ শহীদ জহির রায়হান হল মাঠে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও একজন উপকারভোগীর মাঝে এক লাখ ৮০ হাজার দুইশ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় ২০টি স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষের রকমারি গাছের চারা বিক্রয় হচ্ছে। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত ।

(Visited ১৪ times, ১ visits today)

আরও পড়ুন

বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’