মো. সাইফ উদ্দিন মিঠু:
ফেনী দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের নতূনপোল – দেবরামপুর (তালতলা) সড়কটি যেন মরণ ফাঁদ! দীর্ঘ দিন যাবত এই সড়কটির বেহাল দশায় জন দূর্ভোগ চরমে হলেও তা দেখার যেন কেউ নেই! মানুষের দুর্ভোগেরও কোনো শেষ নেই! জনপ্রতিনিধি আসে জনপ্রতিনিধি যায়, কিন্তু এ এলাকার মানুষের দুর্ভোগ যায় না। এসড়কটি প্রায় দু’দশকেও সড়কের কোন উন্নয়ন না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে।
বাধ্য হয়ে প্রতিদিন শতশত গাড়ী এই সড়কে যাতায়াত করে! সরু ও বিপদ জনক সড়ক দিয়ে যাতায়াত করে দূর্ঘটনার শিকার হচ্ছে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী ছেলে মেয়েরা! বিশেষ করে জরুরী রোগী ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা এতে মারাত্নক ভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসড়কটি সংস্কারের পাশাপাশি প্রশস্ত করবে এ আশাবাদ অবহেলিত এলাকা বাসীর।
(Visited ৪৯ times, ১ visits today)