পরশুরাম প্রতিনিধি:
ফেনীর পরশুরামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পরশুরাম পৌর এলাকার বাউরখুমা গ্রামে বুধবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত নুসরাত জাহান (৩) বাউরখুমা গ্রামের মো. আলি আশ্রাফ মিয়ার মেয়ে।
সূত্র জানায় নুসরাত জাহান বাড়ির উঠানে খেলাধুলা করার সময় সাড়ে ১২টার দিকে হঠাৎ বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির চারপাশে কোথাও খুজে না পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুকুরের পানিতে খুঁজতে থাকে, দুপুর দেড়টার দিকে হঠাৎ নুসরাতের লাশ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন পুকুর থেকে নুসরাতকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক কনক তার চাচাতো বোন পানিতে ডুবে মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
(Visited ১৩ times, ১ visits today)