মানব বার্তা নিউজ:
জামালপুরের শরিষাবাড়িতে বন্যার পানিতে নৌকায় করে বেড়াতে গিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার তারাকন্দি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহব্বত কবির জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নিহতরা হল- খবির উদ্দিনের মেয়ে সুবর্ণা (১৭), ঝুমা (১৪), মোস্তফার মেয়ে অন্তরা (১০), একই উপজেলার ভাটিকামারি গ্রামের রিপন শিকদারের মেয়ে রূপসী (৮) ও জবানুর রহমানের মেয়ে জান্নাত (১০)।
এলাকাবাসী জানান, রূপসী ও জান্নাত ওই গ্রামে নানাবাড়ি আসার পর মামাত বোনদের সঙ্গে বাড়ির পাশের নিখাই বিলে ডিঙ্গিনৌকায় বেড়াতে যায়। নৌকায় আলাদা কোনো মাঝি ছিল না। নিজেরাই বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিল। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে যায়। আশপাশে লোকজন ছিল। কিন্তু তারা গিয়ে উদ্ধার করার আগেই পাঁচজনেরই মৃত্যু হয়।
(Visited ২১ times, ১ visits today)